সাম্প্রতিক বছরসমূহে (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
বিগত ৩ বছরের প্রধান অর্জন: খাগড়াছড়ি,বিসিক, সিআইডিপি র্কতৃক বিগত ৩ বছরে বিভিন্ন ট্রেডে মোট ৭৬১ জনকে প্রশিক্ষন দেয়া হয়। বিসিক খাগড়াছড়ি কর্তৃক বিগত ৩ বছরে মোট ৯৭০ জনের র্কমসংস্হান সৃষ্টি করা হয় যার মধ্যে নারী কমসংস্হান সৃষ্টি হয় ১৮৯ জনের, কোভিড-১৯ মহামারীর জন্য ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকজে জেলা মনিটরিং কমিটির মাধ্যমে ৮,৮৮৫০,০০০ টাকা বিতরণ করা হয়,বিসিকের নিজস্ব তহবিলের আওতায় বিতরণকৃত ঋণের সকল অর্থ আদায় করা হয়, বিসিক ৫০ কোটি টাকা প্রণোদনা প্যাকজেরে আওতায় ৫,০০,০০০ টাকা বিতরণ করা হয়, আধুনকি প্রযুক্তরি মাধ্যমে ৭ মে. টন মধু উৎপাদন করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস